28 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

৫৩ বছর পর পৃথিবীতে আছড়ে পড়ল সোভিয়েত মহাকাশযান ‘কসমস ৪৮২’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

পৃথিবীর কক্ষপথে প্রায় ৫৩ বছর আটকে থাকার পর অবশেষে আছড়ে পড়েছে সোভিয়েত যুগের মহাকাশযান ‘কসমস ৪৮২’। ১৯৭২ সালে সোভিয়েত ইউনিয়নের ‘ভেনেরা’ কর্মসূচির অধীনে শুক্র গ্রহে পাঠানো হয়েছিল এই যানটি। উৎক্ষেপণের পরই পৃথিবীর কক্ষপথে আটকে পড়ে যানটি, যা এতদিন পর পৃথিবীতে অনিয়ন্ত্রিতভাবে ফিরে আসে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এবং ইউরোপীয় ইউনিয়নের স্পেস সার্ভেইল্যান্স অ্যান্ড ট্র্যাকিং (EUSST) জানায়, মস্কো সময় শনিবার সকাল ৯টা ২৪ মিনিটে যানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পড়েছে ভারত মহাসাগরের ওপর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে।

তবে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) জানায়, যানটি জার্মানির একটি রাডার স্টেশনের ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি ধরা পড়েনি, ফলে এর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে।

বেশির ভাগ মহাকাশ বর্জ্য পৃথিবীতে প্রবেশের সময় পুড়ে যায়। কিন্তু কসমস ৪৮২ ছিল ব্যতিক্রম। এর একটি প্রধান অংশ ছিল ১ মিটার ব্যাসের এবং প্রায় ৪৯৫ কেজি ওজনের টাইটেনিয়াম নির্মিত ল্যান্ডার—যা শুক্র গ্রহের কঠিন পরিবেশ সহ্য করতে তৈরি হয়েছিল। ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি হয়তো অক্ষত অবস্থায়ই পৃথিবীতে এসে পড়েছে।

জাতিসংঘের মহাকাশচুক্তি অনুযায়ী, কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেলে সেটি রাশিয়ারই মালিকানা থাকবে।বিজ্ঞানীরা আগেই জানিয়েছেন, সাধারণ মানুষের ওপর ধ্বংসাবশেষ পড়ার ঝুঁকি খুবই কম। কিন্তু এই মহাকাশযানটি নজর কেড়েছে এর অনিয়ন্ত্রিত পতন এবং মজবুত কাঠামোর জন্য।এদিকে মার্কিন স্পেস কমান্ড এখনো যানটির পতন নিশ্চিত করেনি। তারা কক্ষপথ এবং বায়ুমণ্ডলের তথ্য বিশ্লেষণ করছে।

এই ঘটনা মহাকাশ বর্জ্য নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সির মতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ১৪ হাজারেরও বেশি স্যাটেলাইট রয়েছে—যার বড় একটি অংশ স্পেসএক্স-এর স্টারলিংক প্রকল্পের।

অ্যামাজন ও চীনের আরও স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা ভবিষ্যতে মহাকাশকে করে তুলতে পারে বিপজ্জনক বর্জ্যে ভরা একটি ‘জ্যোতির্বহর’। যদিও ছোট এই স্যাটেলাইটগুলো আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানকে ফেলতে পারে ঝুঁকির মুখে।

- Advertisement -spot_img
সর্বশেষ

“সন্ত্রাসবিরোধী আইন: কী আছে অধ্যাদেশে?”

  খবরের দেশ ডেস্কঃ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সময়োপযোগী করার জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার। রবিবার (১১ মে) রাতে এ অধ্যাদেশ জারি...