Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী প্রেসসচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্যরা হলেন নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহম্মেদ। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক আমির হামজা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে নথি পাওয়া সাপেক্ষে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য গত ৯ ফেব্রুয়ারি সাড়ে ৭ টার দিকে আসামিরা রমনা পার্কের ভেতরে ষড়যন্ত্রমূলক মিটিং করেন। এ সময় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যান।
এ ঘটনার পরদিন ১০ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।মামলা করা হয়।