Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেশ ও বিশ্বের সব মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে। আমি কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তারেক রহমান আরও বলেন, “মা দিবস একটি সম্মান প্রদর্শনকারী আন্তর্জাতিক দিবস। এই দিনে সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়। যদিও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিদিনের, তবু আজকের এই বিশেষ দিনে সেই ভালোবাসা আরও গভীরভাবে প্রকাশের সুযোগ তৈরি হয়।”
তিনি বলেন, “পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। তাঁর শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা দিনের ক্লান্তি ও অবসাদ ভুলে সন্তানকে আগলে রাখেন। তাঁর সহচর্যে সন্তানের মধ্যে প্রকৃত মানবিকতা ও আত্মিক উৎকর্ষতা জন্ম নেয়।”
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করেন। তিনি বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, নিরলস পরিশ্রম এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসায়। তাঁর শাসনামলে নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি হয়। স্কুল থেকে ছাত্রীদের ঝরে পড়া রোধে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন।”
তারেক রহমান বলেন, “আজকের দিনে নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা।”
তিনি বলেন, “শৈশব থেকে আনন্দ, বেদনা, ভয় কিংবা উদ্দীপনার প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে ‘মা’ শব্দটি। আমার প্রত্যাশা—প্রত্যেক মা যেন তাঁর সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। ভবিষ্যতের জাতি যেন হয় মেধাসম্পন্ন, মানবিক ও সঠিক পথে পরিচালিত।”
বার্তার শেষে তারেক রহমান দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানান, “আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”