26.3 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় ভেস্তে গেল ওয়ামিকার স্বপ্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কারণে থিয়েটার মুক্তি থেকে সরে এসে ওয়ামিকা গাব্বি অভিনীত প্রথম বলিউড রোমান্টিক কমেডি ছবি ‘ভুল চুক মাফ’ এখন মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটি রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনীত হয়েছে। মুক্তির দিন ছিল ৯ মে, কিন্তু শেষ মুহূর্তে ছবির প্রযোজক দীনেশ ভিজান একটি বিবৃতিতে জানিয়েছেন, “জাতীয় নিরাপত্তা ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে আমরা থিয়েটার মুক্তি থেকে সরে এসেছি। আমাদের লক্ষ্য ছবিটি নিরাপদে এবং সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছানো।”

অটিটিতে মুক্তির সিদ্ধান্তকে কিছুটা হতাশা সত্ত্বেও ওয়ামিকা গাব্বি সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্মাতারা এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সম্পূর্ণ সমর্থন করি। অবশ্যই থিয়েটারে মুক্তি পাওয়া একটা বড় উপলক্ষ হতো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের কাছে পৌঁছানো।”

‘ভুল চুক মাফ’ ছবিটি ওয়ামিকার বলিউডের বড় ক্যারিয়ারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ছবির মাধ্যমে তিনি নিজের অভিনয় দক্ষতা নতুন মাত্রায় প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবিতে ছোট একটি ভূমিকায় অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন ওয়ামিকা। তবে তার প্রথম বড় সাফল্য আসে ‘তু মেরা ২২, ম্যায় তেরা ২২’ (২০১৩) ছবিতে। ওই ছবিতে তার অভিনয় তাকে পিটিসি পাঞ্জাবি ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস বিভাগে মনোনয়ন এনে দেয়।

এছাড়া, ওয়ামিকা একাধিক পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘ইশক ব্র্যান্ডি’ (২০১৪), ‘নিক্কা জেইলদার ২ (২০১৭), ‘পারহুনা (২০১৮), ‘দিল দিয়া গাল্লা (২০১৯) এবং ‘নিক্কা জেইলদার ৩ (২০১৯)।

‘ভুল চুক মাফ’ ছবির মাধ্যমে ওয়ামিকা এবার বলিউডে নিজের জায়গা শক্ত করতে চান, যদিও চলচ্চিত্রটি এখন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...