31.5 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

প্রিন্স মামুন আগে টোকাই ছিল: লায়লা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লায়লা।

লায়লা বলেন, আমি একটা সাধারণ চাকরি করি। আমার দুটি সন্তানের পড়ালেখার খরচ, আমার বৃদ্ধ মা আছে, আমার বাসার সব খরচ আমি দিই। আমি মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি।

এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমি ভিডিও কনটেন্ট করি, যারা তারকা আছে তাদের সঙ্গে আমি একটা কোলাবোরেশন করে ভিডিও কনটেন্ট করেছি।

আমার টাইমলাইনে গেলে দেখবেন সেসব ভিডিও আছে। তার সঙ্গেও সেভাবে শুরু। আর একটা মানুষকে প্রলোভন দেখিয়ে দেখিয়ে চার বছর ধরে আমাকে কেন আটকে রাখতে হবে। দুনিয়াতে কি ছেলের অভাব? উপযুক্ত মানুষের অভাব? একমাত্র কারণ, তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়েছে।

মামুন ও তার পরিবার টার্গেট করে লায়লার কাছে এসেছিল। এমনটাও হতে পারে বলে মনে করেন লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন,  আমি যদি বলি ২০২১ সালে আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা ফ্ল্যাট আছে। আমি যদিও বলি, সে সময় তুমি (মামুন) এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে এসেছ? কারণ সে সময় আমি ট্রমাটাইজ ছিলাম। তোমরা আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে চার বছরে আমাকে ব্যবহার করে গাড়ি-বাড়ি করে চলে গেছ।

লায়লা প্রশ্ন করেন, তোমার মতো একজন মানুষ, যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যার অনেক ভক্ত, সে কেন আমার মতো একজন ডিভোর্সি নারী, যার দুটো সন্তান আছে, তার কাছে তুমি আসবা কেন, আর তোমার পরিবার আসবে কেন?

মামুন একটা সময় টোকাই ছিল উল্লেখ করে লায়লা বলেন, মামুন এর আগে আমি ছাড়াও দুজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ছিল, এটা সবাই জানে। একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। সে একজন টোকাই ছিল, একজন বস্তি ছিল। এসব আমি অনেক পরে জানি।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপারেশন সিঁদুর: নরেন্দ্র মোদি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

খবরের দেশ ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন...