31.5 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

গর্ভাবস্থায় দীপিকাকে সবচেয়ে ভুগিয়েছে পাঁজরের ব্যথা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ভারতের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি তার গর্ভকালীন সময় ও সন্তানের জন্মের পরবর্তী অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে এই তারকা জানান, গর্ভাবস্থার শেষ তিন মাস তার জন্য ছিল শারীরিকভাবে কঠিন ও মানসিকভাবে পরীক্ষামূলক। তিনি বলেন, ‘‘পাঁজরের ব্যথাটা সাংঘাতিক ছিল। শরীরে এমন জায়গায় ব্যথা অনুভব করতাম, যেগুলো আগে কখনো টের পাইনি।’’

দীপিকা জানান, সেই সময়েও তিনি নিয়মিত যোগাভ্যাস করতেন এবং সন্তান জন্মের পরে ওজন কমানো ও শারীরিক শক্তি ফিরে পেতে শুরু করেন সাঁতার, কার্ডিওসহ বিভিন্ন ব্যায়াম। অভিনেত্রীর ভাষায়, “ওজন কমানোই শুধু নয়, শক্তি ফিরে পাওয়াটাও ছিল আমার লক্ষ্য।”

গর্ভাবস্থায় মানসিকভাবে তিনি ছিলেন স্থির ও সাহসী। দীপিকা বলেন, ‘‘আমি সৌভাগ্যবতী, কারণ আমার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা সব সময় পাশে ছিলেন। তাঁরা নিয়মিত খোঁজ নিতেন।’’

বর্তমানে নিজেকে অভিনয় থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন দীপিকা। মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং, যাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে এই তারকার। গত বছরের ৮ সেপ্টেম্বর, স্বামী রণবীর সিংয়ের সঙ্গে প্রথমবারের মতো সন্তানের মা-বাবা হন তারা।

চলচ্চিত্রে ফিরবেন কবে—এ বিষয়ে নিশ্চিত নন দীপিকা। তবে জানা গেছে, তিনি খুব শিগগিরই শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায় ‘কিং’ ছবিতে পর্দায় ফিরবেন। উল্লেখ্য, ‘সিংহম এগেইন’ ছবির শুটিং চলাকালেই তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপারেশন সিঁদুর: নরেন্দ্র মোদি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

খবরের দেশ ডেস্কঃ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন...