Your Ads Here 100x100 |
---|
জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘OBE Curriculum’ (Outcome-Based Education Curriculum) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (১২ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। কর্মশালাটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, “বিশ্বে কাজের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সিলেবাসেও পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাপরবর্তী জীবনের চাহিদা অনুযায়ী কারিকুলাম গড়ে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালার সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে তা ছড়িয়ে দিয়ে যুগোপযোগী করে গড়ে তুলতে পারলেই এই প্রশিক্ষণের সার্থকতা অর্জিত হবে।”
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন ইউজিসি’র এসপিকিউএ (Strategic Planning and Quality Assurance) বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মো. মনির উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবির, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের প্রফেসর ড. ফারহীন হাসান এবং ওবিই সফটওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ।