Your Ads Here 100x100 |
---|
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মহিলাসহ তিনজনের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে ১২ মে সোমবার। হামলার শিকার মো. জলিল বেপারি বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন নলশ্রী গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে মো. সজিব মোল্লা (২০), মো. সিদ্দিক মোল্লা (২৬), মো. মজিবর মোল্লা (৫৫) এবং ফারুক মোল্লার ছেলে নয়ন মোল্লা (৩০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মো. জলিল মোল্লার বাড়ির বাগানে বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের এই অপরাধে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মো. জলিল বেপারি, তার স্ত্রী মাহিনুর বেগম এবং ছোট ভাই জাহিদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের লীলা ফুলা ও জখম করে।
আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এছাড়াও, ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মাদক ব্যবসার কারণে গ্রামের উঠতি বয়সী ছাত্রছাত্রীসহ বিভিন্ন বয়সের মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, “শুধু ওই গ্রাম নয়, বরং বানারীপাড়া উপজেলা থেকে মাদক নির্মূলের জন্য বানারীপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।