Your Ads Here 100x100 |
---|
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাছানের বিরুদ্ধে ধর্ষণ, অনৈতিক কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১২ মে) বিকেলে শুকদেবপুর মিলন বাজারে।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক মেম্বার আব্দুল মজিদ সভাপতিত্ব করেন এবং জসিম উদ্দিন সুহেল সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাস্টার ওমর গণী, এমদাদুল হক, জামাল উদ্দিন, আব্দুস ছাত্তার প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাহমুদুল হাছানের বিরুদ্ধে ধর্ষণ সহ অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তারা আরও বলেন, “আমরা পরপর চারবার এই সুপারের অপকর্মের বিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করি। সেই তদন্ত কমিটির মাধ্যমে সুপারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। এরপর আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
বক্তারা আরও জানান, “আমরা এলাকাবাসী আর চাই না যে, মাদ্রাসার সুপার মাহমুদুল হাছান এই মাদ্রাসায় কর্মরত থাকুক। আমরা তার অপসারণ দাবি করছি।”
এ বিষয়ে শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাছান বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তা সবই মিথ্যা এবং বানোয়াট। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি নিট অ্যান্ড ক্লিন আছি। তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে বলে আশা রাখি।”
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”