25.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোটিং সম্পন্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিপাইনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ মে) সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চললেও, ইলেকট্রনিক ভোট কাউন্টিং মেশিনে কারিগরি সমস্যার কারণে কিছু ভোটকেন্দ্রে ফলাফল প্রকাশে বিলম্ব ঘটেছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যগতভাবে ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন কম আলোচিত হলেও, এবারের নির্বাচনে ভোটের মাঠে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং তার সহযোগী, ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন। বিশ্লেষকরা এই নির্বাচনী লড়াইকে “ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের লড়াই” হিসেবে দেখছেন।

ফিলিপাইনের নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে, তবে বিরোধী দলগুলো কিছু কিছু অঞ্চলে ভোটগ্রহণের সময় অনিয়মের অভিযোগ তুলেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়াকে সাধারণত শান্তিপূর্ণ বলে মূল্যায়ন করেছেন।

মোট ১৮ হাজারের বেশি পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে প্রার্থী না হলেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের পক্ষে জোরালো প্রচারণা চালিয়েছে। এই নির্বাচন, যা দেশটির ভবিষ্যৎ ক্ষমতার গতি-প্রকৃতিকে প্রভাবিত করতে পারে, ফিলিপাইনের ১১ কোটি মানুষের রাজনৈতিক ভবিষ্যতকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবরের দেশ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ১০ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর...