26.5 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

নিজের ধর্মই অবমাননা করেছেন রাহুল গান্ধী, হয়েছে মামলাও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সনাতন ধর্মাবলম্বীদের দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় তার রাজনৈতিক দল কংগ্রেসও আছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১২ মে) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে মামলাটি দায়ের করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গত ২১ তারিখ বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রভু রামকে তিনি পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করে মন্তব্য করেছেন। তার এই ঘৃণাপূর্ণ মন্তব্য সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে। ’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আইনজীবী হরিশঙ্কার পাণ্ডে বলেন, তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, ভারতের দণ্ডবিধি ভারতীয় নয়া সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫১ এবং ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আগামী ১৯ মে থেকে শুরু হবে এ মামলার শুনানি। সে দিন আদালতে হাজির থাকার জন্য ইতোমধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বেনারস শাখার সভাপতি অজয় রায়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হরিশঙ্কর।

- Advertisement -spot_img
সর্বশেষ

সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

খবরের দেশ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ১০ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর...