34.3 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

“শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই”: অমিত হাসান, সমর্থনে ওমর সানী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের নিয়মিত মুখ ছিলেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। একসময় শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে এবার সেই শিল্পী সমিতি নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা।

সোমবার (১২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অমিত হাসান লেখেন, “শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।” তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই পোস্টের নিচে কমেন্ট করে সমর্থন জানিয়েছেন আরেক অভিনেতা ওমর সানী। তিনি লেখেন, “একদম সত্যি, ভালো বলছিস।” এরপর গণমাধ্যমে কথা বলার সময় ওমর সানী আরও বলেন, “এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তাই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতিকে ঘিরে কোটি টাকার খেলা হয়েছে। এর সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন,শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।”_

প্রসঙ্গত, একসময় শিল্পী সমিতির নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন ওমর সানী নিজেও। তবে বর্তমানে তিনি সমিতির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। এ বিষয়ে তিনি বলেন, “আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।”

ওমর সানী আরও বলেন, “কিংবদন্তি রাজ্জাক আঙ্কেল, কবরী আপা, হুমায়ুন ফরিদী, ফারুক ভাই— এঁদের মতো মানুষরা এখন আর নেই। আলমগীর, রুবেল, রোজিনা, আমিন খান, বাপ্পারাজ— কেউ এখন সিনেমায় নেই। জুনিয়ররাও কাজ পাচ্ছে না, সিনিয়ররাও অবহেলিত।”

শেষে সংক্ষিপ্ত এক মন্তব্যে ওমর সানী বলেন, “আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি-গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত...