Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
হামজা চৌধুরীদের ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার আশা অনেকটাই থমকে গিয়েছিল। সেই আশার পালে নতুন করে হাওয়া লেগেছে। প্রিমিয়ার লিগে ওঠার জন্য আরেকটি সুযোগ পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড।
চ্যাম্পিয়নশিপ লিগের প্লে–অফ সেমিফাইনালে ব্রিস্টলের বিপক্ষে দ্বিতীয় লেগে কাল ৩–০ গোলে জিতেছে শেফিল্ড। দুই লেগ মিলিয়ে ৬–০ গোলের অগ্রগামিতায় প্লে–অফ ফাইনাল নিশ্চিত করেছে তারা।
২৪ মে প্লে–অফ ফাইনালে শেফিল্ড প্রতিপক্ষ হিসেবে পাবে সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রিকে। প্লে–অফ সেমিফাইনালের প্রথম লেগে কভেন্ট্রিকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। আজ রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে তারা।
কাল রাতে হামজার দল শেফিল্ডকে জেতাতে গোল তিনটি করেছেন কেইফার মুর, গুস্তাভো হ্যামার ও ক্যালাম ও’হেয়ার। ম্যাচ শেষে শেফিল্ডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এমন উপভোগ্য রাত! আরেকটি বড় ধাপ পাড়ি দিতে হবে। দেখা হবে ওয়েম্বলিতে।’