27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

২ বছরে ষষ্ঠ কোচ নিয়োগ দিল পাকিস্তান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেটে কোচ বদলের খেলা যেন থামছেই না। গত দুই বছরে একে একে পাঁচজন কোচের অধীনে খেলেছে দলটি। এবার তালিকায় যুক্ত হলো ষষ্ঠ নাম—মাইক হেসন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

নতুন কোচ হেসন মূলত ওয়ানডে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্বে থাকবেন। ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। হেসন নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে।

পিসিবি চেয়ারম্যান বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মাইক হেসন পাকিস্তান দলের নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন।”

তিনি আরও জানান, নিউজিল্যান্ড কেনিয়া জাতীয় দলের সাবেক কোচ হেসন বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর শিরোপাজয়ী দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও কাজ করছেন।

২০২৩ বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলের কোচিং প্যানেলে চলছে নানা পরিবর্তন। সেই সময় থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পূর্ণকালীন মিলিয়ে মোট পাঁচজন কোচের অধীনে খেলেছে দলটি। মোহাম্মদ হাফিজ, আজহার মাহমুদ, জেসন গিলেস্পি, গ্যারি কারস্টেন সর্বশেষ অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ—সবাই এসেছেন গেছেন।

হেসন দায়িত্ব নেওয়ায় আকিব জাভেদ কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে একেবারে দায়িত্বহীন হচ্ছেন না তিনি। তাঁকে হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে পিসিবি।

এই পদ নিয়ে নাকভি বলেন, “এই পদটি দীর্ঘদিন খালি ছিল। আমরা অনেক আবেদন পেয়েছিলাম এবং যাচাই-বাছাই শেষে আকিব জাভেদকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সবমিলিয়ে হেসনের নিয়োগে পাকিস্তান দলের সাদা বল ফরম্যাটে এক নতুন যুগ শুরুর প্রত্যাশা করছে বোর্ড। এবার দেখার পালা, কোচের মিউজিক্যাল চেয়ার থেমে স্থির হয় কি না মাইক হেসনের হাত ধরে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...