40.1 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এ আপিল দায়ের করা হয়।

তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ আপিল দায়েরে ৫৮৭ দিন বিলম্ব মার্জনা মঞ্জুর করেছেন। দণ্ডের বিরুদ্ধে আপিলটি কার্যতালিকা অনুযায়ী শুনানি হবে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

কিন্তু গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ অক্টোবর ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর দীর্ঘ ১৭ বছর পর ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফেরেন জোবাইদা রহমান। এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি ২০০৮ সালে লন্ডনে যান।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ইতিহাসে প্রথম তৃতীয় সাম্পদোরিয়া

  খেলাধুলা নিউজ ডেস্ক : ইতালির ঐতিহ্যবাহী ক্লাব সাম্পদোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে অবনমিত হয়েছে। দেশটির শীর্ষ লিগের...