Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইউনিসেফ-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে জনসম্পৃক্তকরণ ও সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের প্রজেক্ট অফিসার ইয়াসমিন জাহান-এর সঞ্চালনায় এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
ইউনিসেফের অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন:মা, শিশু ও কিশোর-কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রেখা ইয়াসমিন,ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার সজিব রহমান, প্রজেক্ট অফিসার ইয়াসমিন জাহান, বোরহানউদ্দিন উপজেলার কমিউনিটি মোবিলাইজার রাজু আহম্মেদ, মো. রাজিব ও আসমাতুন্নেছা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রায়হান উজ্জামান বলেন,“এই প্রশিক্ষণ থেকে আমরা যা শিখেছি, তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বাল্যবিবাহ শুধু আইনের ব্যতয় নয়, এটি মাতৃমৃত্যুর হার বাড়ায় এবং শিশুরা অপুষ্টিতে ভোগে। তাই বাল্যবিয়ে বন্ধে আমাদের সর্বাত্মকভাবে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিকসহ আরও অনেকে।