খবরের দেশ ডেস্কঃ
সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ১০ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে এই অভিযান চালায় পৌরসভা। এ অভিযানে সদর হাসপাতালের ফটকের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে সরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে শহরের প্রভাবশালী একটি চক্র সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করছিল।