Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, জরিমানা স্থগিত করে আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।
বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ মে) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পান ডা. জুবাইদা রহমান।
গতকাল মঙ্গলবার (১৩ মে) তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য জুবাইদা রহমান ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করলে সেটি মঞ্জুর করেন হাইকোর্ট। একইদিনে জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জুবাইদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, জুবাইদা ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।
জুবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ গত ২৯ সেপ্টেম্বর স্থগিত করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।
আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হয়।