29.4 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

“তীব্র তাপদাহে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বেড়েছে”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

দিনাজপুর প্রতিনিধিঃ

বৈশাখের তীব্র তাপদাহে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, বৈশাখের প্রচণ্ড গরমের কারণেই এমন সমস্যা হচ্ছে।

অন্যদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।গত ১৫ দিনে প্রতিদিন ৭০-৮০ জন রোগী ভর্তি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। ডায়রিয়া রোগীদের স্যালাইন, সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

"তাপদাহে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়"
“তাপদাহে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড়”

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডের প্রায় সব বেড রোগীতে পূর্ণ। এছাড়া, প্রচণ্ড গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছে ৬০ জন রোগী। বেডের সংকটে অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ১৩ মে হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন মোট ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ১১০, নারী ১৭৩ এবং শিশু ৬৩ জন।হাসপাতালের রেকর্ড অনুযায়ী, সোমবার ১২ মে নতুন ভর্তি মিলিয়ে মোট ৬০ জন রোগী ভর্তি ছিলেন। তবে বেশ কয়েকজন রোগী চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খাতুন জানান, সাধারণত প্রতিদিন ৩-৪ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকে। কিন্তু গত কয়েক দিনে হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ৮-১০ জন করে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
তিনি জানান, হঠাৎ আবহাওয়া পরিবর্তন ও প্রচণ্ড গরমের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ১৫ দিনে প্রায় ৭০-৮০ জন ডায়রিয়া রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

"তাপদাহে বাড়ছে শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী"
“তাপদাহে বাড়ছে শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগী”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, “বৈশাখের প্রচণ্ড গরমে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। মা, শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। তবে আমাদের হাসপাতালে পর্যাপ্ত কলেরা স্যালাইন রয়েছে, তাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।”

তিনি আরও বলেন, “এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। ফলে ভর্তি ও বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা মাস্টার রোলে কিছু নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি। চিকিৎসক সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক পেলে সেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি, পর্যাপ্ত বেড না থাকায় অনেক রোগী মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।”

তিনি পরামর্শ দিয়ে বলেন, “এই গরমে ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলতে হবে, খাবারের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। প্রচণ্ড গরমে বেশি করে পানি ও খাবার স্যালাইন খেতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।”

 

- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...