Your Ads Here 100x100 |
---|
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দর বাজারের বিভিন্ন অলিগলি ও নালাগুলো ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে পড়েছে। ১৩ মে মঙ্গলবার, বন্দর বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ নালাগুলো অব্যবহৃত পলিথিন, প্লাস্টিকের বোতল, ব্যাগ এবং অন্যান্য বর্জ্য দ্বারা ভরে গিয়ে আটকে পড়েছে। এতে বৃষ্টির পানি এবং বাজারের ব্যবহৃত পানি ঠিকমতো বের হয়ে যেতে পারছে না।
বাজারের মাছ বাজার, গোস্তের দোকান এবং বরফকলের পানি নালায় প্রবাহিত হতে না পারায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা দুর্গন্ধের পাশাপাশি স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বাজারের পার্শ্ববর্তী বেড়িবাঁধ এলাকায়ও প্রচুর পরিমাণ ময়লা-আবর্জনা দেখা গেছে, যা স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পঁচা ও অপচনশীল আবর্জনায় ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি হচ্ছে এবং সেখান থেকে অনেক মানুষ ও শিশুরাও আক্রান্ত হতে পারে।
এছাড়া, বেড়িবাঁধের উপরে পৌরসভার উদ্যোগে কয়েকটি শৌচাগার তৈরি করা হলেও, মলমূত্র তাৎক্ষণিকভাবে পাশের নদীতে চলে যাচ্ছে। বাজারের বিভিন্ন চায়ের ও খাবারের দোকানে এই নদীর পানি ব্যবহৃত হচ্ছে, যার ফলে ডায়রিয়া এবং অন্যান্য সংক্রমণ রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
বাজারের বিভিন্ন গলি সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে ক্রেতা-বিক্রেতাদের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন দোকানদাররা বাজারের রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে চৌকি পেতে বসে এবং পণ্য বিক্রি করছেন, এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। এ ছাড়া, অটোচালিত গাড়িগুলো বাজারের মধ্যেই খামখেয়ালি ভাবে পার্কিং করে রাখায় জনগণ আরও ভোগান্তিতে পড়ছেন।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, বন্দর বাজারের পয়ঃনিস্কাশন ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতেই তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁরা আরও বলেন, পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের পরিত্যক্ত জিনিসপত্রই এই ধরনের সমস্যার জন্য দায়ী। ব্যবসায়ীরা সঠিক কর্তৃপক্ষের কাছে এই সমস্যা দ্রুত সমাধান চেয়ে জোর দাবি জানিয়েছেন।
বাজারের জনস্বাস্থ্য ঝুঁকি এবং জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান স্থানীয়রা।