28.2 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

মঙ্গলবার নজরুল বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জাককানইবি প্রতিনিধি:

মঙ্গলবার (১৩ মে ২০২৫) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কবিগুরুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি তার বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল ও পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথের মধ্যে দার্শনিক চিন্তা, সমাজ চিন্তা সবকিছুই ছিল। বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সাহিত্য বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত হয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, স্মৃতিকথা, আত্মজীবনী, সঙ্গীত সাহিত্য সকল শাখায় তাঁর লেখনীতে সার্থকভাবে প্রকাশ পেয়েছে।”

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই নয়, বরং অন্যদেরও প্রসিদ্ধ করেছেন। তিনি আমাদের দেশের হাছন রাজা ও লালন শাহ’র প্রতিভাকে অনুধাবন করেছিলেন। এছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা চিনে ছিলেন।”

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। আলোচনায় অংশ নেন রবীন্দ্র-গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ, বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং সঙ্গীত বিভাগের বিভাগের প্রধান ইয়াত সিংহ শুভ।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ পরিবেশন করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...