29.4 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।১৪ মে, বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাদা আলাদা ব্যানারে তারা এ দাবি তুলে ধরেন।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা সরকারের সকল কাজ বাস্তবায়ন করলেও, আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা তাদের প্রাপ্য সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও বলেন, বর্তমান সময়ের সাথে সংগতি রেখে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল প্রদান, অন্তবর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা প্রদান, বাড়ী ভাড়া, রেশনিং পদ্ধতি চালু, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা প্রদানের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করার দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, “আমরা সকলেই সরকারের কর্মচারী, আমাদের দাবি যৌক্তিক। আমাদের শ্রম ও সময়ের মূল্যায়ন হতে হবে।”পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবী উল্লেখ করে স্মারকলিপি পেশ করেন সরকারি কর্মচারীরা।

এ বিষয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, “সরকারি কর্মচারীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”এ কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...