29.4 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫

টাঙ্গাইল মাতালেন নগর বাউল জেমস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক জমজমাট সঙ্গীতানুষ্ঠান, যেখানে নগর বাউল জেমসের গানে মেতে উঠলো লক্ষাধিক দর্শক। মঙ্গলবার রাতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি) ট্রফি উন্মোচন উপলক্ষে আয়োজিত এই কনসার্টে জেমস তার জনপ্রিয় গান ‘কবিতা, তুমি স্বপ্নচারিণী’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘পাগলা হাওয়ার তোড়ে’ সহ একের পর এক হিট গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।

টাঙ্গাইলসহ আশপাশের জেলার দর্শকরা দুপুর থেকেই স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় দেশের সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে এই আয়োজন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জনপ্রিয় ব্যান্ডসহ বিভিন্ন শিল্পীরাও পারফর্ম করেন। নিরাপত্তায় ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এদিনের আয়োজনকে কেন্দ্র করে টাঙ্গাইলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের উল্লাসে মঞ্চ ও স্টেডিয়াম প্রকম্পিত হয়ে উঠে নগর বাউল জেমসের গানেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

“নবনির্বাচিত মেয়র ইশরাকের শপথে বাধা চেয়ে রিট আবেদন”

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে...