27.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

লিটনের কাছে যা আশা করেন নাসির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তিনি ও তার দল।

লিটনের অধিনায়কত্ব নিয়ে আশাবাদী অনেকেই। তার সাবেক সতীর্থ নাসির হোসেনও এর ব্যতিক্রম নন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিটনের দক্ষতা ও সামর্থ্য নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান নাসির।

তিনি বলেন,যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি, ও যে ধরণের প্লেয়ার—জাতীয় দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে ওর।”শুধু লিটন নন, সদ্য সহ-অধিনায়ক হওয়া শেখ মেহেদী হাসান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই ক্রিকেটার।

নাসির বলেন,“শেখ মেহেদী অনেক টেলেন্টেড খেলোয়াড়। আমার মনে হয়, যদি দায়িত্ব দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন যেন না হয় যে এক বা দুই সিরিজ পরেই পরিবর্তন করে দেয়। লম্বা সময় অধিনায়কত্ব করলে সেটা দলের জন্যও ভালো হবে, ওর নিজের জন্যও।”

বর্তমানে ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়া নাসির আরও বলেন,
“ভারতের একটি স্কুলে যেসব সুযোগ-সুবিধা থাকে, আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের সেগুলো এখনো নেই। সে অনুযায়ী বললে—বাংলাদেশ ভালো খেলে, তবে আরও ভালো খেলার সুযোগ ছিল।”

নতুন নেতৃত্বে বাংলাদেশ কতটা সফল হবে, তা সময়ই বলবে। তবে লিটন ও মেহেদীর প্রতি সাবেকদের আস্থা নতুন আশার বার্তা দিচ্ছে টাইগার ভক্তদের।

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

যুদ্ধবিরতির পর তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ে পাক-ভারত আলোচনা

  আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক উত্তেজনার পরে তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ে বৈঠকে বসেছে পাকিস্তান ও ভারত। সীমান্তে যুদ্ধবিরতির পর এই উচ্চ পর্যায়ের...