27.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

“সংস্কার অধ্যাদেশের প্রতিবাদে এনবিআরের কলম বিরতি”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগে ভাগ করে মধ্যরাতে অধ্যাদেশ জারি করেছে সরকার। এর প্রতিবাদে আজ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে একযোগে কলম বিরতি পালন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে তিন কর্মদিবসব্যাপী কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ কর্মবিরতি পালিত হয়। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা দপ্তরে উপস্থিত থাকলেও কোনো দাপ্তরিক কাজ করেননি। বেশিরভাগ ফ্লোর ছিল ফাঁকা এবং সেবাপ্রত্যাশী গ্রাহকের আনাগোনাও ছিল খুব কম।

অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু জানান, দেশের স্বার্থেই সবার মতামতের ভিত্তিতে নতুন অধ্যাদেশ প্রণয়নের দাবি জানানো হয়েছে। অপরদিকে, এনবিআরের এক সদস্য দাবি করেন, কোথাও কর্মবিরতি চলছে না এবং বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার, যা আগামী প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হবে বলে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন, স্বাধীনতায় তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম

খবরের দেশ ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...