Your Ads Here 100x100 |
---|
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি ঘাসুড়িয়া সীমান্তের একটি ধানক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারতীয়।
বুধবার রাতে হিলির ঘাসুড়িয়া সীমান্তের প্রায় ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেতে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি পড়ে থাকতে দেখে একজন শ্রমিক। কৃষক প্রফুল্ল টপ্প তার ক্ষেতের পাশ থেকে ড্রোনটি দেখে, পরে সেটি নিয়ে বাড়ি চলে যান। খবর জানাজানি হওয়ার পর পুলিশ তাকে ফোন করে এবং ড্রোনটি থানায় নিয়ে আসে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ধ্যার আগে হিলির সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান কৃষক প্রফুল্ল টপ্প। তিনি পরে সেটি নিয়ে বাড়ি যান এবং পুলিশকে খবর দেন। হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম এবং উপ-পরিদর্শক সুজা মিয়া সহ পুলিশের একটি টিম ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তিনি আরও জানান, “ড্রোনটি ভারতীয় হতে পারে, তবে তদন্ত চলছে।”
পুলিশ জানায়, ড্রোনটি সীমান্তের ওপার থেকে উড়ানো হয়েছিল, এবং বাংলাদেশের আকাশে চলে আসার পর এটি ধানক্ষেতে পড়ে যায়।”