25.7 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

দামি গাড়ি কিনে বিতর্কে অনন্যা, প্রশ্ন উঠেছে টাকা কোথায় পেলেন?”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ সম্প্রতি একটি দামি গাড়ি কিনে বিতর্কের মুখে পড়েছেন। ২১ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় নিজের নতুন গাড়ির ছবি শেয়ার করার পরই শুরু হয়েছে আলোচনা— কোথা থেকে এল এত টাকা?

অনন্যা গুহ, যিনি বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন, সম্প্রতি ১৭ লাখ টাকা দামের একটি গাড়ি কিনেছেন। গাড়িটি কিনে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করলেও তার কিছু অনুরাগী প্রশ্ন তুলেছেন— এত টাকার উৎস কী?

অন্যন্যা গুহ তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে এক গণমাধ্যমে বলেন, “আমি ছোটবেলা থেকে কাজ করছি। আমার মা-বাবা দুজনেই কাজ করতেন, ফলে আমি যতটা রোজগার করেছি তা সঞ্চয় করেছি। শুধু অভিনয় নয়, সামাজিক মাধ্যম থেকেও আমি রোজগার করি। তাই ২১ বছর বয়সে ১৭ লাখ টাকার গাড়ি কেনা কোনো বড় ব্যাপার নয়।”

এছাড়া, তিনি আরও বলেন, “মুম্বাইয়ের অবনীত কৌর ৫০ লাখ টাকার গাড়ি চালান। তার বয়সও ২১, কিন্তু সে নিয়ে তো কোনো আলোচনা হয়নি। কেন আমার ক্ষেত্রে বিষয়টি আলাদা?”

তবে, অনন্যা গুহের নতুন গাড়ি কেনার পরিপ্রেক্ষিতে নানা ধরনের কটাক্ষ আলোচনা শুরু হয়েছে। অনন্যার পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে বেশ কিছু মন্তব্য এসেছে। এর জবাবে তার দিদি অলকানন্দা গুহ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, অভিনেত্রীর প্রেমিকও এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, “শ্বশুর-শাশুড়ি, মা-বাবা কারও কোনো সমস্যা হচ্ছে না। আপনারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকুন।”

এখনও মিডিয়া সায়েন্সে দ্বিতীয় বর্ষের ছাত্রা অনন্যা গুহ নিজের জীবনে যে সিদ্ধান্ত নিচ্ছেন, তার প্রতি দৃঢ় মনোভাব রাখছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...