25.7 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

কানের লালগালিচায় উর্বশীর সাজ নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলার চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড৷ অফ শোল্ডার গাউন। কানেও ছিল মানানসই দুল৷ তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লালগালিচায় ঠিক এভাবেই ধরা দিলেন অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা চলবে আগামী ১০ দিন। প্রতিবারের মতো এ বছরও লালগালিচায় দেখা যাবে বেশ কিছু বলিউড তারকাকে।

ফ্রান্স ফ্যাশনের শহরে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন উর্বশী৷ কিন্তু তার সেই চেষ্টার ফল হলো তিক্ততায় ভরা। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ৷ কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের। হাল ফ্যাশনে ‘নো লুক মেকআপ’ হলো ট্রেন্ড। মুখে মেকআপ থাকলেও তা বোঝার উপায় থাকবে না? এমন যুগে যদি অভিনেত্রী উল্টোপথে হাঁটেন, তা হলে কী করে হয়?

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে এলো একের পর এক নেটিজেনদের কটাক্ষ। সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— জঘন্য সাজ। আরেক নেটিজেন লিখেছেন—উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে। অন আরেক নেটিজেন লিখেছেন—এআই।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...