27.3 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

বিচ্ছেদের পর নতুন প্রেমের গুঞ্জন সামান্থার, কে সেই স্বপ্নের পুরুষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও শিরোনামে। দীর্ঘ প্রেম ও চার বছরের সংসার ভাঙার পর নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি—এমনটাই ধারণা ভক্ত-অনুরাগীদের।

সম্প্রতি নিজের প্রযোজিত নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্য উদযাপন উপলক্ষে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সামান্থা। সেই ছবির মধ্যেই ছিল একটি বিশেষ মুহূর্ত—পরিচালক রাজ নিদিমারুর কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর এতেই আবারও উসকে উঠেছে প্রেমের গুঞ্জন।

২০১৭ সালের ৬ অক্টোবর প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেন সামান্থা ও নাগা চৈতন্য। গোয়ার একটি রিসোর্টে খ্রিষ্টান ও হিন্দু রীতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।তবে ২০২১ সালের ২ অক্টোবর যৌথ বিবৃতিতে তারা জানান, তাদের দাম্পত্যজীবনের ইতি ঘটেছে। এরপর আলাদা পথে হাঁটা শুরু করেন দুজন।নাগা চৈতন্য পরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। আর সামান্থা নিজের জীবন সাজিয়ে নিতে শুরু করেন নতুনভাবে।

বিয়েবিচ্ছেদের পর নিজের বিয়ের সাদা গাউন কেটে নতুন পোশাক তৈরি করেন সামান্থা। একটি অনুষ্ঠানে সেই পোশাক পরে হাজির হয়ে জানান, “পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা এখন আমার একটি অভ্যাসে পরিণত হয়েছে। এটা আমার নিজের সঙ্গে বদলের প্রতীক।”

সিনেমা ‘শুভম’-এর সাফল্যের পর পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে সামান্থার ঘনিষ্ঠ ছবি দেখে অনেকেই ধরে নিচ্ছেন—সেই পুরোনো দরজা বন্ধ করে নতুন সম্পর্কের পথে হাঁটছেন সামান্থা।
সূত্র বলছে, গত এক বছর ধরেই রাজের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। একসঙ্গে তিরুমালা মন্দিরেও পূজা দিয়েছেন তারা, যা গুঞ্জনকে আরও জোরালো করে।

তবে সামান্থার ভাষ্য ভিন্ন। তিনি বলেন, “নতুন শুরু বলতে আমি প্রযোজক হিসেবে নিজেকে গড়ে তোলার কথা বলেছি। আপাতত প্রেম নয়, কাজেই মনোযোগী আমি।”

সামান্থার নতুন রূপ ও মনোভাব দেখে খুশি ভক্ত-অনুরাগীরাও। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন—”নাগা চৈতন্য অতীত, সামান্থার উচিত রাজের সঙ্গে জীবনকে নতুন করে সাজানো।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সভা-সমাবেশ নিষিদ্ধ রাজধানীর ৯ স্থানে

খবরের দেশ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি...