26.3 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ঢাবির ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়া ডিগ্রি কলেজ এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদল বৃহস্পতিবার (১৫ মে) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে।

প্রতিবাদী শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ঢাবি ক্যাম্পাসে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়, যা প্রতিবাদের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জেলা-উপজেলায়ও ছড়িয়ে পড়ে।

বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. মাহাথির ও সাধারণ সম্পাদক প্রার্থী তারিকুল ইসলাম তামিম এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবির আহম্মেদ এর নেতৃত্বে ওই দুই কলেজে কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, “আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার পরিবেশ নিশ্চিত করতে চাই।” তারা আরও বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করছি।”

এ সময় ছাত্রদলসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন। তারা সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং শোক প্রকাশ করেন।

কর্মসূচি চলাকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালিত হয় এবং প্রতিবাদী শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার দাবি করে অব্যাহত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...