27.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনা অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড জানিয়েছে, বুধবার মিয়ানমার সীমান্তবর্তী চান্দেল জেলায় ‘উগ্রপন্থিদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। অভিযানে অংশ নেয় আসাম রাইফেলসের একটি বিশেষ দল। সেনাবাহিনীর দাবি, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনো চলছে।

পূর্ব কমান্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু সশস্ত্র উগ্রপন্থি ভারত-মিয়ানমার সীমান্তে যাতায়াত করছে। এই তথ্য পাওয়ার পর আসাম রাইফেলস সেখানে অভিযান চালায়। অপারেশনের সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হলে, পাল্টা জবাবে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।”

তবে নিহতদের পরিচয় বা তাদের সঙ্গে কোনো সংগঠনের সম্পৃক্ততা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। আইনজীবীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত দুই বছর ধরে মণিপুর রাজ্য চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৩ সালের মে মাসে রাজ্যের মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়, যেখানে অন্তত ২৬০ জন প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন কেন্দ্রীয় সরকার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

বন্দুকযুদ্ধে নিহতদের ‘উগ্রপন্থি’ বলে দাবি করা হলেও, মানবাধিকার সংস্থা ও পরিবারগুলোর প্রতিক্রিয়া আসার পরই আসল চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি আরও জটিল আকার না নেয়, সে জন্য সতর্ক দৃষ্টি রাখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

- Advertisement -spot_img
সর্বশেষ

সভা-সমাবেশ নিষিদ্ধ রাজধানীর ৯ স্থানে

খবরের দেশ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি...