28.1 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

যুদ্ধবিরতির পর তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ে পাক-ভারত আলোচনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাম্প্রতিক উত্তেজনার পরে তৃতীয়বারের মতো সামরিক পর্যায়ে বৈঠকে বসেছে পাকিস্তান ও ভারত। সীমান্তে যুদ্ধবিরতির পর এই উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং উভয় দেশ আপাতত যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন নিউজ।

সূত্র বলছে, আলোচনা হয়েছে বেশ গোপনীয়তার মধ্য দিয়ে। বৈঠকে দুই দেশের সামরিক কর্মকর্তারা সরাসরি কথোপকথনে অংশ নেন এবং সীমান্তে শান্তি রক্ষায় একমত হন। যদিও দুই দেশের সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

গত সপ্তাহে টানা চার দিন ধরে পাকিস্তান-ভারত সীমান্তে চলমান সামরিক উত্তেজনা অবশেষে শান্ত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। সেই সময় দিল্লি দাবি করে, তারা পাকিস্তানে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে ইসলামাবাদও সীমান্তে সামরিক প্রতিক্রিয়া জানায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় রয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক বিশ্ব শক্তি উভয় দেশের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। কূটনীতিকরা বলছেন, শুধু সামরিক নয়, রাজনৈতিক সদিচ্ছাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে আগামীকাল পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে পারেন বলে আশা করা যাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এড়ানো বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামরিক পর্যায়ের আলোচনা এবং যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি ক্ষণস্থায়ী হলেও, এটি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

- Advertisement -spot_img
সর্বশেষ

সভা-সমাবেশ নিষিদ্ধ রাজধানীর ৯ স্থানে

খবরের দেশ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি...