Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো হুমকির কাছেই ইরান মাথা নত করবে না।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, উপসাগরীয় সফরে কাতারে অবস্থানকালে ট্রাম্প ইরানবিরোধী একাধিক মন্তব্য করেন। এরপরই বুধবার (১৪ মে) এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিছানায় মৃত্যুর চেয়ে ,“আমাদের জন্য শহীদ হওয়া অনেক মধুর। আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না।”
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন,
“ইরানকে যদি শান্তির পথে ফিরিয়ে আনতে হয়, তবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা এবং রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে। একইসঙ্গে স্থায়ীভাবে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্র তৈরি।”
তিনি আরও বলেন, যদি ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে “সর্বোচ্চ চাপ” ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পেছনে অন্যতম ইস্যু তাদের পারমাণবিক কর্মসূচি। সূত্র জানায়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ নিয়ে চারটি বৈঠক হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এমন কঠোর ভাষা ইরানের আভ্যন্তরীণ শক্ত অবস্থানেরই প্রতিচ্ছবি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ চলছে বটে, তবে বাস্তব সমাধান কতটা সম্ভব তা এখনো অনিশ্চিত।