27.8 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

‘সান্ডা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, গুঁইসাপ না ভিন্ন কিছু?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

হঠাৎ করেই ‘সান্ডা’ নামের এক রহস্যময় প্রাণী ঘিরে উত্তাল হয়ে উঠেছে দেশের সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ছবি, ভিডিও, ও মন্তব্যে ভরে উঠেছে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম। নেটিজেনদের অনেকে মজা করে পোস্ট করছেন, আবার কেউ কেউ বিভ্রান্তি দূর করতে তথ্য শেয়ার করছেন।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো তথ্যে জানা যাচ্ছে, সান্ডা মূলত একটি মরুভূমির প্রাণী, দেখতে অনেকটা বাংলাদেশের গুঁইসাপের মতো হলেও এটি ভিন্ন জাতের। সৌদি আরবে এই প্রাণীটির মাংস নাকি বেশ জনপ্রিয় এবং একে হালাল খাবার হিসেবেও বিবেচনা করা হয়।

নাইমুল রাফিন লিখেছেন, “মাসটা কিন্তু মে মাস, এখনই উপযুক্ত সময় সান্ডা ধরার!”
একটি পেজে প্রশ্ন করা হয়েছে, “সান্ডাটা আসলে কী ভাই? এইডির কাহিনিডা কি কেউ বল ভাই?”
আরেকটি পোস্টে লেখা হয়েছে, “দেশে হঠাৎ কী যেন শুরু হইল এই সান্ডা নিয়ে! কেউ বলছে সৌদির কফিলের ছেলের জন্য সান্ডা নিয়ে যাচ্ছে, কেউ আবার আমদানি-রপ্তানির কথা বলছে।”

রিফাত রহমান মন্তব্য করেছেন, “কফিল আর কফিলের মেয়ের সান্ডা খাইতে মন চাইলে কি গুঁইসাপ খাওয়াই দিবে?”
নূর জাহান রসিকতা করে লেখেন, “দেখতে গুঁইসাপের মতো হলেও সৌদি আরবের প্রিয় খাবার

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সভা-সমাবেশ নিষিদ্ধ রাজধানীর ৯ স্থানে

খবরের দেশ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি...