Your Ads Here 100x100 |
---|
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে চাঁদার টাকা না দেওয়ায় নার্গিস বেগম নামে এক গৃহবধূর গাভি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. বেলাল খানের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৪ মে) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নার্গিস বেগম অভিযোগ করেন, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে দীর্ঘদিন ধরে নিখোঁজ। গার্মেন্টসে চাকরি করে জমানো টাকা দিয়ে একটি গাভি কেনেন তিনি। সেই গাভিটি সম্প্রতি একটি বাছুর প্রসব করে। কিন্তু হঠাৎ বিএনপি নেতা বেলাল খান ২০ হাজার টাকার চাঁদার দাবিতে গাভিটি নিয়ে যান।
নার্গিস বলেন, “আমি গাভির দুধ বিক্রি করে সংসার চালাতাম। এখন গাভিটা নেই, বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।” তিনি আরও অভিযোগ করেন, এর আগেও বেলাল তার স্বামীর মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে গেছেন।
অভিযুক্ত বেলাল খান দাবি করেন, “চাঁদা নয়, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন সেটা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি। টাকা পেলে ফেরত দেব। মোটরসাইকেল নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, “আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম জানান, “এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, রাজনৈতিক বৈরিতার জেরে এমন ঘটনা ঘটছে এবং ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।