31.6 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫

“করিমগঞ্জে কৃষকদের নিয়ে সেমিনার, ফিল্ড স্কুল কংগ্রেস সফলভাবে সম্পন্ন”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে কংগ্রেসের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: মুকশেদুল হকের সভাপতিত্বে  এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৩১টি কৃষক মাঠ স্কুলের (ফারমার্স ফিল্ড স্কুল) ৩৫ জন প্রশিক্ষিত কৃষক-কৃষানী ছাড়াও ৩৫ জন সাধারণ কৃষক, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যা প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাস সমিতির...