27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তন উদ্বোধন”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ব্রি ধান ১০১ জাতের আবাদ শুরু হয়েছে। প্রতি বিঘায় ৩০ থেকে ৩২ মণ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে, জানান কৃষি বিভাগ।বৃহস্পতিবার হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকায় এক কৃষকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করা হয়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম শস্য কর্তনের উদ্বোধন করেন। এ সময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, কৃষক মাহমুদুল চৌধুরী উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, “প্রথমবারের মতো হাকিমপুর উপজেলায় ব্রি ধান ১০১ জাতের চাষ হয়েছে। এই ধানটি চিকন জাতের এবং অধিক ফলনশীল হওয়ায় এটি সম্প্রসারণের জন্য উপযোগী। আগামীতে এই জাতের ধানের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি ।”

- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...