Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কে অনুষ্ঠেয় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তাঁর উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর মার্কো রুবিও এসব কথা বলেন।
আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প-পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন শান্তি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ আলোচনার জন্য মস্কোর একটি ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।
আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধিদলের ‘সব প্রয়োজনীয় দক্ষতা’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গতকালের মন্তব্যের আগে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ব্যক্তিগতভাবে বৈঠকে না বসা পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা নেই।
কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন, তিনি রাশিয়ার প্রতিনিধিদলের স্তর নিয়ে হতাশ কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, কোনো কিছুই ঘটবে না, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি।’