31.6 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫

“ট্রাম্পের সফরসঙ্গী ইনফান্তিনো, তিন ঘণ্টা আটকে থাকল বিশ্ব ফুটবলের সভা”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওতে।ফিফার ২১১ সদস্যদেশের প্রতিনিধিরা এই সভায় একত্র হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবারের সভা ছিল একটু ব্যতিক্রম। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য সফরে ছিলেন, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে কংগ্রেসে উপস্থিত হন। এর ফলে, ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং বেশ কিছু প্রতিনিধি সভা ছেড়ে চলে যান।

"সময়মতো না আসায় ফিফা সভাপতির ওপর উয়েফার অসন্তোষ"
“সময়মতো না আসায় ফিফা সভাপতির ওপর উয়েফার অসন্তোষ”

ফিফা কংগ্রেস শুরুর নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা, কিন্তু ইনফান্তিনো ছিলেন প্যারাগুয়ের অনেক দূরে। ফিফা সভাপতির বিলম্বের কারণে ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভা ছেড়ে চলে যান। এর মধ্যে ছিলেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও তার কিছু সহসভাপতি, এবং অন্যান্য ইউরোপীয় প্রতিনিধিরাও।

ফিফা কংগ্রেসে আলোচনার জন্য আসেন ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, তবে ইনফান্তিনোর দেরি হওয়ায় সভার মাঝখানে বেশ কিছু আসন ফাঁকা ছিল।

নিজের বক্তব্যে ইনফান্তিনো দেরির জন্য ফ্লাইটের সমস্যা ও মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরের কথা তুলে ধরেন। তিনি জানান, “রাজনীতি ও অর্থনীতির বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা ছিল, এবং আমি মনে করি আমার সেখানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল।”

"বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় থাকা জরুরি ছিল: ইনফান্তিনো"
“বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় থাকা জরুরি ছিল: ইনফান্তিনো”

এদিকে, ফিফা সভাপতির এমন দেরি আসায় উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, এটি খেলাটির স্বার্থে উপকারি হয়নি। উয়েফা জানিয়েছে, “এটি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থরক্ষার প্রয়াস মনে হয়, যা ফুটবলের স্বার্থের বিপরীতে।”

এছাড়া, বেশ কিছু ইউরোপীয় প্রতিনিধি বিশেষ করে জার্মানি, নরওয়ে ও রোমানিয়ার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন না।

ফিফা কংগ্রেসের মধ্য দিয়ে ফুটবলের ভবিষ্যত সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সভাপতির দেরিতে উপস্থিতি নিয়ে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যা প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাস সমিতির...