Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের আর মাত্র ১৩ মাস বাকি। তাই এই সময়টুকু কাজে লাগিয়ে যতটা সম্ভব দল গোছাতে চাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। সেই লক্ষ্যেই আসন্ন বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সবচেয়ে বড় খবর—চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলো চোটের কারণে মিস করেছিলেন তিনি। তবে এবার পুরো ফিট হয়ে স্কোয়াডে ফিরেছেন এই কিংবদন্তি। মেসির দলে ফেরা নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় প্রাপ্তি।

আগামী ৬ জুন চিলির মাঠে এবং ১১ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচের দিকেই তাকিয়ে স্কালোনি দল গড়েছেন বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে।
ফিরেছেন আরও দুই তরুণ তারকা—ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো এবং রেসিং স্ট্রাসবুর্গের ভ্যালেন্টিন বারকো। ক্লাব ফুটবলে সাম্প্রতিক পারফরম্যান্সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাঁরা।
বর্তমানে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।
আর্জেন্টিনার প্রাথমিক দল (২৮ সদস্য)
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার:
অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।
আর্জেন্টিনা দলের এই স্কোয়াডে মূল তারকাদের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় তরুণদের উপস্থিতি স্কালোনির দীর্ঘমেয়াদি পরিকল্পনারই প্রতিফলন। এখন দেখার পালা—বিশ্বচ্যাম্পিয়নরা নতুনদের নিয়ে কতটা গুছিয়ে উঠতে পারে আগামী বিশ্বকাপের আগে।