33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ব্রাজিল ফুটবলে তোলপাড়, সিবিএফ প্রেসিডেন্টকে বরখাস্ত করল আদালত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ব্রাজিল ফুটবলে নতুন করে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। হেড কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেওয়ার চার দিনের মাথায় আদালতের আদেশে বরখাস্ত হয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ।

বৃহস্পতিবার (১৫ মে) রিও ডি জেনেইরোর একটি আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এই রায় দেন। আদালত রদ্রিগেজকে সরিয়ে সংগঠনের নেতৃত্বে দ্রুত নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।

মাত্র চার দিন আগে, গত সোমবার, সিবিএফ আনুষ্ঠানিকভাবে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে দীর্ঘ ৬০ বছরে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে কোনো বিদেশি কোচকে।

তবে এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি লুলা দা সিলভা। একদিন আগেই তিনি বলেছিলেন, “ব্রাজিলের ফুটবল এত সমৃদ্ধ, সেখানে বিদেশি কোচের প্রয়োজন নেই।” ঠিক তার পরদিনই আদালতের এই রায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো আদালতের নির্দেশে দায়িত্ব হারালেন রদ্রিগেজ। ২০২৩ সালের ডিসেম্বরেও তাঁকে বরখাস্ত করেছিল আদালত। তবে সেবার ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি গিলমার মেন্ডেজের আদেশে এক মাসের মাথায় ফের দায়িত্বে ফিরেছিলেন তিনি।

সিবিএফের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এদনালদো রদ্রিগেজ। তাঁর বরখাস্তকে কেন্দ্র করে ফুটবল প্রশাসনে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

ব্রাজিলের ফুটবল বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্ত ব্রাজিল দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আগামী বিশ্বকাপকে সামনে রেখে এই অস্থিরতা দলের জন্য মোটেই ইতিবাচক নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর...