Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ৪ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।
৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর মমতাজ বেগম পুরোপুরি আত্মগোপনে চলে যান। তার ভাই এবারত হোসেনএক সংবাদ মাধ্যমকে জানান, মমতাজ আপা পরদিন থেকেই টানা ৩ মাস সিংগাইরের চরদুর্গাপুরে তার বাড়িতে আত্মগোপনে ছিলেন। এমনকি ওই সময় তিনি বাড়ির বাইরে একদিনও বের হননি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল, কোনো যোগাযোগও রাখেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। এই ব্যবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভাইয়ের বাড়িতে আয়েশি সময় কাটান।
পরবর্তীতে তিনি গ্রামের বাড়ি থেকে মধ্যরাতে বোরকা পরে একটি মাইক্রোবাসে করে ঢাকার ধানমন্ডিতে আসেন। তার বান্ধবী নিপার নামে ভাড়া নেওয়া একটি বাসায় তিনি অবস্থান করছিলেন।
এছাড়া, মমতাজের তৃতীয় স্বামী ডা. এসএম মঈন হাসান জানিয়েছেন, মমতাজ কিছুদিন তার দ্বিতীয় স্বামী মো. রমজান আলীর মেয়ের বাসাতেও ছিলেন। তবে রমজানের আত্মীয় সানোয়ার হোসেন এ তথ্য অস্বীকার করেছেন।
ডা. মঈন আরও জানান, মমতাজের মহাখালী ডিওএইচএসে থাকা ব্যক্তিগত পাঁচতলা বাড়ি বর্তমানে তার পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে রয়েছে। একাধিকবার ফোন করলেও জুয়েল ফোন রিসিভ করেননি।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, তিনি দুই মাস হলো এ থানায় যোগ দিয়েছেন, এবং মমতাজের আত্মগোপন সম্পর্কে তার জানা নেই।