26.6 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫

“টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯ জন আটক, উদ্ধার বিপুল পরিমাণ মাদক”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ গ্রাম হেরোইন এবং ২৫০টি ইয়াবা ট্যাবলেট।

গত বৃহস্পতিবার রাতভর অভিযানটি পরিচালিত হয় টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন স্পটে। স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল, যা যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল।

আটককৃত ব্যক্তিরা হলেন—শিরিন সরদার (৪২), লিমা আক্তার (৩৫), পায়েল খান (২৩), ফারজানা ইসলাম (২০), সালমা পারভিন (২৫), মাহিমা খাতুন (২৫), করুণা রানী (৪১), মায়া আক্তার (১৮) এবং সাকিব হাসান (১৯)।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,“এটি আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। এবার দক্ষিণ আরিচপুরে সফল অভিযান চালিয়ে আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাদক এবং সন্দেহভাজন ব্যবসায়ীকে আটক করতে পেরেছি। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,“দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকসেবীদের আড্ডা ছিল নিয়মিত ঘটনা। পুলিশ এবার বড় পদক্ষেপ নিয়েছে, আমরা আশা করি, তারা আরও কঠোর হবে।”

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অচিরেই পুরো এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

  কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যা প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাস সমিতির...