27.4 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যা প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাস সমিতির সহায়তায় আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এই সম্মেলনের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী উদ্বোধনী বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাদানের স্থান নয়, এটি জ্ঞান সৃষ্টি ও তা ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। আজকের এই সম্মেলন শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবার জন্য উপকারী হবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. সোলায়মান বলেন, “প্রত্নতত্ত্ব কেবল পুরনো জিনিস খোঁজা নয়, এটি ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ চর্চা।”

সম্মেলনে দেশি-বিদেশি শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে এবং ১৬ ও ১৭ মে, দুই দিনব্যাপী এটি চলবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তাকে ১৬ লাখ টাকার প্রতারণা: ৫ সদস্যের অনলাইন চক্র গ্রেপ্তার

  রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকার প্রতারণা করেছে একটি ইলেকট্রনিক...