27.6 C
Dhaka
শনিবার, মে ১৭, ২০২৫

ভারতের মোহালি শহরে এক নারী আইনজীবীকে অশালীন ইঙ্গিত, অপরাধীদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক  ডেস্ক :

ভারতের মোহালি শহরে এক আইনজীবী ও তার বোন যৌন হয়রানি শিকার হয়েছেন। মোহালি ভারতের পাঞ্জাব রাজ্যের রূপনগর জেলার একটি শহর। অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টাও করে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

অভিযোগ ওঠে, মোহালির ব্যস্ত বিমানবন্দর সড়কে সিপি-৬৭ মলের কাছে একটি গাড়িতে থাকা একদল পুরুষ ওই নারী আইনজীবী এবং তার বোনকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

গাড়ির ভেতর থাকা তিনজন পুরুষ প্রকাশ্যে এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়, গত বুধবার রাতে তিনি এবং তার বোন একটি হোন্ডা অ্যাক্টিভাতে করে মোহালি থেকে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে, সিপি-৬৭ মলের আগের ট্রাফিক লাইটে পৌঁছলে তিন যুবক একটি গাড়ি দিয়ে তাদের পথ আটকে দেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করে। 

অভিযোগে আরো বলা হয়েছে, মেয়েরা প্রতিবাদ জানালে এবং চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহালির ফেজ-৮ থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ গাড়ির নম্বর সংগ্রহ করেছে এবং শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে। 

এদিকে, একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পাঞ্জাব ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিগ্যাল স্টাডিজের এক ছাত্রী অভিযোগ করেন, বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ক্যাম্পাসের মধ্য দিয়ে হোস্টেলে ফিরছিলেন।

এ সময় একটি গাড়িতে থাকা দুই যুবক তাকে যৌন হয়রানি করে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা তুহিন

সেলিম রেজা, জেলা প্রতিনিধি নীলফামারী।। দীর্ঘ ১৮বছর পর নিজ জেলার নেতাকর্মী, সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী...