28.1 C
Dhaka
শনিবার, মে ১৭, ২০২৫

মারিয়া মিমও সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক :

দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গ-ভঙ্গিমাসহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট-বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে।
এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। আলোচনা-সমালোচনার মধ্যে এবার সেই আইনজীবীর বিরুদ্ধে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, আইনজীবী জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। তার বিরুদ্ধে মামলাও করবেন বলে জানান মিম।

মিম বলেন, ‘সে ভাইরাল হওয়ার জন্যেই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা তুহিন

সেলিম রেজা, জেলা প্রতিনিধি নীলফামারী।। দীর্ঘ ১৮বছর পর নিজ জেলার নেতাকর্মী, সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী...