Your Ads Here 100x100 |
---|
খেলাধুলা ডেস্ক:
সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। সব ঠিক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের হয়ে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে লাহোর কালান্দার্স।
চলমান পিএসএলের (দশম আসর) শুরুতে দল না পেলেও পরে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে। পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পাওয়ায় সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন, এবং বিসিবি তা মঞ্জুর করেছে।
পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান—২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স।