30.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

সাকিব যোগ দিলেন কালান্দার্সে

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100

খেলাধুলা ডেস্ক:

সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। সব ঠিক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের হয়ে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে লাহোর কালান্দার্স।

সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশাল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসা পৌঁছে গেছেন ইসলামাবাদে—তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’ 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ (শনিবার) থেকে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটার সংকটে পড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে খেলোয়াড় দলে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।

 

চলমান পিএসএলের (দশম আসর) শুরুতে দল না পেলেও পরে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে। পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পাওয়ায় সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন, এবং বিসিবি তা মঞ্জুর করেছে।

পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান—২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...