34.6 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫

দলে ফিরেই অধিনায়ক হলেন রোস্টন চেজ

জনপ্রিয়
ক্রিকেট ডেস্ক:

- Advertisement -
Your Ads Here
100x100

টেস্ট দলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও অধিনায়ক হিসেবে রোস্টন চেজের ওপর আস্থা রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৩ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার। অবশেষে সেই চেজকেই টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হলো হাতে। তার সহ-অধিনায়ক করা হয়েছে ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে।

 

চেজের পাশাপাশি অধিনায়ক হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন জন ক্যাম্পবেল, টেভিন ইমলাচ, জশুয়া দা সিলভা, জন ক্যাম্পবেল ও জোমেল ওয়ারিকান। তবে সবাইকে পেছনে ফেলে বার্বাডোজের ৩৩ বছর বয়সী ক্রিকেটার চেজের নাম ঘোষণা করা হয়।

সাবেক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯টি টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার পর চলতি বছরের মার্চে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে আলোচনা চলছিল, যার অবসান ঘটল চেজের নিয়োগের মধ্য দিয়ে।

 

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমাদের নতুন অধিনায়ক সতীর্থদের শ্রদ্ধা অর্জন করেছেন এবং দায়িত্বের গুরুত্ব সম্পর্কে তিনি অবগত। তার নেতৃত্বগুণ দলকে এগিয়ে নিতে সহায়তা করবে। আমি পুরো অঞ্চলের সমর্থকদের আহ্বান জানাই, চেজের পাশে দাঁড়ান—আমরা বিশেষ কিছু গড়ে তুলতে যাচ্ছি।’

রোস্টন চেজ এখন পর্যন্ত ৪৯টি টেস্টে ২৬.৩৩ গড়ে করেছেন ২,২৬৫ রান।

বল হাতে নিয়েছেন ৮৫টি উইকেট। আগামী ২৫ জুন বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে তার অধিনায়ক হিসেবে প্রথম মিশন। 

- Advertisement -spot_img
সর্বশেষ

আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো:সালমান মুক্তাদির

  বিনোদন ডেস্কঃ জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি...