26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমনিরহাটে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা তাঁর ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—জামাল হোসেন (৩০) এবং তাঁর মা কমলা বেগম (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বৃষ্টি শুরু হলে জামালের পালিত গরুটি দৌড়ে গিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চার্জিং ঘরে ঢুকে পড়ে। ওই সময় রিকশাটি বিদ্যুতায়িত অবস্থায় ছিল। গরুটি ছুটোছুটি করতে গিয়ে রিকশার গায়ে ধাক্কা খেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে।

গরুটিকে বাঁচাতে ছুটে যান জামাল। কিন্তু রিকশার সংস্পর্শে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামালের বোন নাজমা বেগম পরিস্থিতি বুঝে দ্রুত মূল সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে জামাল কমলার দেহে প্রাণ ছিল না।

নাজমা বেগম বলেন, ঘটনা বুঝেই আমি ছুটে গিয়ে সুইচ বন্ধ করি। কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমাদের চোখের সামনে সব শেষ হয়ে গেল।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন যাতে ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...