25.4 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫

“অভিজ্ঞতা অর্জনে দক্ষিণ আফ্রিকায় আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটিতে গিয়েছেন তারা।

শনিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানসবার্গের অর থাম্বু বিমানবন্দরে এসে পৌঁছান আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা দেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।

এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে আসা এ দুজন জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করবেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সফরসূচি জানা যায়নি।

এর আগে গত ১০ মে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ দ্বিতীয় খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দেন। ওই সময় দক্ষিণ আফ্রিকা সফরের কথা জানান তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

চাপ বাড়ছে ইসরায়েলের উপর, গাজায় নতুন হামলা বন্ধ করতে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ, বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ...